ঢাকা, শুক্রবার, ৩ মে, ২০২৪

কোভিড সেন্টারে করোনা আক্রান্ত তরুণীর বিয়ে

চীন থেকে গত ডিসেম্বরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) উদ্ভব। ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। ইতিমধ্যে এই ভাইরাসে মারা গেছেন কয়েক লাখ মানুষ। এতে আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৭০ লাখ। প্রাণহানির পাশাপাশি অর্থনীতিসহ সব কিছুই বির্পযস্ত। এই অবস্থায় কোভিড সেন্টারে করোনা আক্রান্ত এক তরুণীর বিয়ে নিয়ে আলোচনার ঝড় উঠেছে। রবিবার (৬ ডিসেম্বর) ভারতের রাজস্থানের বারা শাহবাদের কেলওয়ারা বারার শাহবাদে একটি কোভিড সেন্টারে তার বিয়ের আয়োজন করা হয়।


জানা গেছে, পাত্রের গায়ে শেরওয়ানি ও পাত্রীর গায়ে বিয়ের শাড়ির বদলে ছিল পিপিই। রবিবার ভারতে রাজস্থানের এক জুটি এভাবেই বিয়ে সারলেন। শুধু বর-কনেই নয়, বিয়ের আসরে পিপিই পরে অংশ নেন দুই পুরোহিতও। কোনও বিয়েবাড়ি বা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান হয়নি। সংক্ষিপ্তভাবে করোনা সেন্টারেই বিয়ের আসর সম্পন্ন হয়। এই দম্পতির বিয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়েছে।

ads

Our Facebook Page